অস্তিত্ব
- বীতস্পৃহ সুমিতা ০২-০৫-২০২৪

তারপর আর একটি ক্লান্ত বিকেল কাক পাখিদের খুনসুটি
বিছানায় এলোমেলো পড়ে থাকা ।

তারপর আর একটি মুমূর্ষু সন্ধ্যা
ক্লান্তির শ্বাস ফেলে ফেরা মানুষ আর এলোমেলো পড়ে থাকা ।

তারপর আর একটি মৃত রাত অভিশপ্ত টিকটিকি
ঠিক ঠিক ঠিক
বুননরত ঊর্ণাজাল
বায়ুকোষে লেগে থাকা ধূলো ও তার নীরব পতন
একটি কাঁশির শব্দ
একটি দীর্ঘশ্বাসের ঘুরপাক ঘরজুড়ে আর
ঘুমের ভেতর কিছু আহত স্বপ্নে এলোমেলো পড়ে থাকা ।

তারপর আর একটি ক্লান্ত বিকেল কাক পাখিদের খুনসুটি
বিছানায় এলোমেলো পড়ে থাকা ।
তারপর আর একটি মুমূর্ষু সন্ধ্যা
ক্লান্তির শ্বাস ফেলে ফেরা মানুষ আর এলোমেলো পড়ে থাকা ।
তারপর আর একটি মৃত রাত অভিশপ্ত টিকটিকি
ঠিক ঠিক ঠিক
বুননরত ঊর্ণাজাল
বায়ুকোষে লেগে থাকা ধূলো ও তার নীরব পতন
একটি কাঁশির শব্দ
একটি দীর্ঘশ্বাসের ঘুরপাক ঘরজুড়ে আর
ঘুমের ভেতর কিছু আহত স্বপ্নে এলোমেলো পড়ে থাকা

তারপর . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

প্রতিদিনের সন্ধ্যা কিংবা রাত শেষে আমরা জানবো এরপর আরো সন্ধ্যা কিংবা রাত আছে । আমরা আরো জানবো 'পুনরাবৃত্তির' সাথে সময়ের এবং অস্তিত্বের সম্পর্ক ॥

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।